গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্র লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষে সহ-সভাপতি মহিউদ্দিন শিকদার লিপু।
পরে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এরপর টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়।
এ সময় তারা বঙ্গবন্ধু ও ৭৫ সালের তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস , সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।