ষোড়শ সংশোধনী রিভিউর জন্য সরকার তৈরি হচ্ছে : আইনমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য সরকার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

জাতীয় শোক দিবস উপলক্ষে খাবার বিতরণের ব্যবস্থা করে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে আনিসুল হক বলেন, আমরা রায়কে শ্রদ্ধা করি। তবে রায়ের সঙ্গে একমত পোষণ করি না।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি পরীক্ষা করা হচ্ছে। পড়ে দেখা হচ্ছে। মন্ত্রী বলেন, রায়ে যেসব অপ্রাসঙ্গিক কথা এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক।

পূর্ববর্তী নিবন্ধকঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে বাংলাদেশ: মাইক হাসি
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া বিদেশে বসে বন্যার্তদের জন্য মায়াকান্না করছেন : নাসিম