রোহিঙ্গা সংকটে খালেদা জিয়া দেশের বাইরে: কাদের

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের এই সম্প্রীতি ধরে রাখতে হবে। কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার কক্সবাজার জেলার সার্বজনীন শুভ উদ্বোধনী উপলক্ষে শহরের গোলদীঘির পাড়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের এই সংকটে বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে বসে আছেন। দুর্দশাগ্রস্ত মানুষের ব্যাপারে তার মাথা ব্যাথা নেই। শুরু থেকে রোহিঙ্গাদের পাশে আছে আওয়ামী লীগ। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত মাঠে থাকব।

জেলা প্রশাসন, সরকারি দলসহ স্থানীয়দের সাধুবাদ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কঠিন সময়ে সবাই রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে এসেছে। এখানকার মানুষ মানবিক ও উদারতার পরিচয় দিয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিৎ দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুর রহমান বদি এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা প্রশাসক মো. আলী হোসাইন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাপ্পী শর্মা প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের দাম ১৪.৫% বাড়াতে চায় পিডিবি
পরবর্তী নিবন্ধরোনালদোর জোড়া গোলে ডর্টমুন্ড খরা কাটাল রিয়াল