রাত ৮টায় টিএসসি বন্ধের নোটিশ স্থগিত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

শিক্ষার্থীদের আবেদনে নোটিশ স্থগিত করা হয়েছে বলে জানান টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এএমএম মহিউজ্জামান।

তিনি বলেন, গতকাল এক সভায় শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

ভারপ্রাপ্ত পরিচালক বলেন, টিএসসির কার্যক্রম স্বাভাবিকভাবে আগের মতোই চলবে। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা একটি যুগোপযোগী গ্রহণযোগ্য সময় নির্ধারণ চান। এটি পরে ঠিক করা হবে।

এর আগে গত শনিবার টিএসসির সব ধরনের কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ওই নোটিশে বলা হয়েছিল, টিএসসিতে অবস্থিত সব সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত কাজ করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধফতুল্লায় দেয়ালধসে তিন শিশুসহ চারজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা