কোটালীপাড়ায় মিথ্যা মামলা দিয়ে মসজিদের ইমামকে হয়রানির অভিযোগ


হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মিথ্যা মামলা দিয়ে মসজিদের ইমামকে হয়রানির অভিযোগ উঠেছে। আর প্রতিবেশির দেয়া এই মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ওই ইমাম।
জানাগেছে, উপজেলার হরিনাহাটি গ্রামের মসজিদের ইমাম সাইফুল ইসলামের সাথে প্রতিবেশি জলিল গাজীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে জলিল গাজী একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে ইমাম সাইফুল ইসলামকে হয়রানি করছে।
সাইফুল ইসলাম বলেন, জলিল গাজীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আমার বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে জলিল গাজী ও তার স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে আমার বিরুদ্ধে গুম ও ধর্ষনের একাধিক মিথ্যা মামলা দিয়েছে। মামলার ভয়ে আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। মামলাবাজ জলিল গাজীর হাত থেকে বাঁচতে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে জলিল গাজীর কাছে জানতে চাওয়া হলে তিনি প্রকার মন্তব্য করতে রাজি হননি।

 

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় যুবককে কুপিয়েছে বখাটেরা, গ্রেফতার-৩
পরবর্তী নিবন্ধভারতীয় আমানত কমেছে সুইস ব্যাংকে