এ রায়ে মানুষের ব্যাথা বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে: মওদুদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা আমাদের মুখের দিকে তাকিয়ে রায় দেননি। এ রায়ে ১৬ কোটি মানুষের মনের অনেক ব্যাথা বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে। বিশেষ করে এ সরকারের ৯ বছরের শাসনের নালিশের কিছুটা প্রকাশ পেয়েছে। এতে সরকার ক্ষুব্ধ হলেও কোনো লাভ নেই। এ রায় মানতে হবে।

শুক্রবার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে কবিরহাট উপজেলা ও পৌরসভার বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার বিচলিত হয়ে পড়েছে। তাদের অবস্থা এখন নড়বড়ে। তারা নানা রকমের প্রতিক্রিয়া জানাচ্ছে। এ রায় তারা মেনে নিতে পারছে না। জনগণের কাছেও যেতে পারছে না।

তিনি আরও বলেন, এ দেশে যখনই গণতন্ত্রের একটা সম্ভাবনা দেখা দেয় তখনই ফ্যাসিবাদ সরকার বিরোধী দলের ওপর আরও জেল-জুলুম বাড়িয়ে দেয়। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সে সময় ঘনিয়ে আসছে। সরকার এখন জনগণকে ভয় পায়। বিএনপির সভায় মানুষ আসলে তারা হিংসা করে।

পূর্ববর্তী নিবন্ধ‘নেইমারের দাম ২২২ মিলিয়ন হলে মেসির জন্য ৩০০ মিলিয়ন কিছুই না’
পরবর্তী নিবন্ধবিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি