১৮ দিন চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে ১৮ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এসময় উপস্থিত নেতাকর্মীরা মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।

পরে সাংবাদিকদের তিনি বলেন, শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হাইকমান্ডের সঙ্গে কথা বলে কর্মসূচিতে অংশ নেব।

গত ৪ মার্চ সহধর্মিণী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ববর্তী নিবন্ধজিম্মি নাবিকদের ‘সহসা’ উদ্ধারে সরকার আশাবাদী: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধরংপুরে অগ্রণী ব্যাংকের পীরগঞ্জ শাখা উদ্বোধন