সৈয়দ সুজনের কণ্ঠে এলো ‘সখী ভাবনা কাহারে বলে’

বিনোদন ডেস্ক:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত জনপ্রিয় একটি গান ‘সখী ভাবনা কাহারে বলে’। রোমান্টিক কথামালায় ভরপুর এই গানটি যুগে যুগে গেয়েছেন অনেক কিংবদন্তি শিল্পীরা। এটি বারবার নতুন হয়ে ফিরে এসেছে অডিওতে, নাটক ও সিনেমায়।

এবার গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈয়দ কামরুজ্জামান সুজন। তিনি অবশ্য এ দেশের সংগীত জগতে সৈয়দ সুজন নামেই পরিচিত। কীবোর্ডে আঙুল চেপে কথা ও সুরে সংগীতও মেশান তিনি। দেশের নামকরা গায়ক-গায়িকা গেয়েছেন তার সুর ও সংগীতে।

এবার নিজেই কণ্ঠে তুলেছেন গান। বেছে নিয়েছেন বিশ্বকবির ‘সখী ভাবনা কাহারে বলে’ গানটিকে। তার সঙ্গে বাদ্যযন্ত্রে সঙ্গত দিয়েছেন একঝাঁক সংগীতযন্ত্রশিল্পী।

কবির ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আরটিভি মিউজিকের বিশেষ নিবেদন ছিল এটি। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। গানচিত্রে নির্দেশনায় ছিলেন নূর হোসাইন হীরা। এতে
সংগীতযন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ রবীন্দ্রসংগীত উপস্থাপন করেছেন কমিউনিটি অর্কেস্ট্রা ঢাকার শিল্পীরা।

কমিউনিটি আর্কেস্ট্রা ঢাকা মূলত ক্লেফস মিউজিক ফাউন্ডেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান। ২০১৮ সাল থেকে তারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তরুণদের নিয়ে আন্তর্জাতিক মানের সংগীত শিক্ষার প্রসার ও চর্চা করে যাচ্ছে।

ক্লেফস মিউজিক কনজারভেটরি আন্তর্জাতিক মিউজিক কারিকুলাম অনুসরণ করে যন্ত্রসংগীতবিষয়ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

সুজন মূলত ক্লাসিক্যাল, ফোক, এক্সপেরিমেন্টাল মিউজিক নিয়ে কাজ করেন। এই প্রথম কোনো অর্কেস্ট্রা টিম নিয়ে কাজ করলেন। ভবিষ্যতে অর্কেস্ট্রা নিয়ে আরও কাজ করার ইচ্ছা আছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসমালোচকরা বলেন ‘কৃষক লিগ’, পিএসজিকে ফাইনালে তুলে জবাব এনরিকের
পরবর্তী নিবন্ধরাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল