সালমান খানের ‘দাবাং ৪’ নির্মাণের কতদূর

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম ব্যবসা সফল, আলোচিত ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’সিনেমা। এ সিরিজে সালমান খান অভিনীত চুলবুল পাণ্ডে চরিত্রটি দর্শকরা দারুণভাবে লুফে নিয়েছে। ‘দাবাং’ সিরিজের চতুর্থ সিক্যুয়েল নিয়ে ভক্তদের তুমুর উত্তেজনা দেখা যাচ্ছে। সালমান খানের জনপ্রিয় ‘চুলবুল পাণ্ডে’র চরিত্রে আরেকবার তাকে দেখার জন্য ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন।

তবে এখন পর্যন্ত ‘দাবাং ৪’সিনেমার নির্মাণ নিয়ে কিছুই চূড়ান্ত হয়নি। কখনো ভাই আরবাজ খানের মন্তব্য, কখনো মিডিয়ার গুঞ্জন- এসব অনেক দিন ধরেই চলছে। এবার শোনা যাচ্ছে, ‘দাবাং ৪’ নাকি আর নির্মাণ করা হচ্ছে না।

গুঞ্জন শোনা যাচ্ছে চুলবুল পাণ্ডে যেহেতু রোহিত শেঠির কপ-ইউনিভার্সে ঢুকে গিয়েছে, তাই এ চরিত্রটিও সেখানকার গল্পের সূত্র ধরেই এগিয়ে যাবে। ফলে আলাদা করে এমন কিছু করা চুলবুলের পক্ষে এখন আর সম্ভব নয়। যার সঙ্গে কপ-ইউনিভার্সের আবহের মিল নেই। অবশ্য এ নিয়ে এখন পর্যন্ত সালমান অথবা আরবাজ খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

অবশ্য গত বছর আরবাজ খানের ‘পাটনা শুক্লা’ সিনেমার স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সালমান। সেখানে এ সিনেমা প্রসঙ্গে সালমান বলেছিলেন, ‘সিনেমাটি শিগগির হবে। আমি আর আরবাজ-আমরা দুজনে চিত্রনাট্য নিয়ে রাজি হয়ে গেলেই, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কাজ।’

২০১১ সালে মুক্তি পায় ‘সিংহাম’। ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা, ‘সিংহাম’। বক্স অফিসে সাফল্যের পর ২০১৪ সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘সিংহাম রিটার্নস’। এর দশ বছর পর মুক্তি পেয়েছে ‘সিংহাম ৩’ তথা ‘সিংহাম এগেইন’। আর সিংহামের নতুন সিক্যুয়েলে দেখা গিয়েছে চুলুবুলরূপী অভিনেতা সালমান খানকে।

জানা গেছে, রোহিতের ‘কপ ইউনিভার্স’র আগামী সিনেমা নির্মাণ হতে যাচ্ছে সালমান খান এবং অজয় দেবগণকে নিয়ে! সিনেমার নামও নাকি চূড়ান্ত করা হয়েছে, ‘মিশন চুলবুল সিংহাম’। সেই সিনেমার গল্প ‘সিংহাম’ ও ‘চুলবুল’কে নিয়ে এগিয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
পরবর্তী নিবন্ধবিচ্ছেদের নতুন গান নিয়ে এলেন বিপুল সরকার