সাভারে নিটার আ্যডভাইজারের পদত্যাগ, শিক্ষার্থীদের বিজয় মিছিল

সাভার প্রতিনিধি:
সাভারে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আ্যডভাইজার ড. মিজানুর রহমান পদত্যাগ করেছেন। এছাড়া ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান সকল দাবিও মেনে নিয়েছে প্রশাসন। শিক্ষার্থীদের দাবির মুখে প্রতিষ্ঠানের উপদেষ্টা মিজানুর রহমান এবং রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিন গভর্নিং বডির সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেন। পরে সভাপতি মোহাম্মদ আলী খোকন পদত্যাগ পত্রে স্বাক্ষর করলে প্রশাসনিক ভবন অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবদুল মুত্তালিব বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বাকী সব দাবিও মেনে নেয়া হয়েছে বলে জানান তিনি।
এ ঘোষণার পরপরই বিজয় মিছিল শুরু করে শিক্ষার্থীরা। সানজিদা জান্নাত নামে এক শিক্ষার্থী বলেন, গতকাল থেকে আমাদের লাগাতার আন্দোলনের মুখে ড. মিজানুর রহমান লিখিতভাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখন বাকী সংকটও কেটে যাবে বলে আশা করছি।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল ৯ টা থেকে প্রতিষ্ঠানের উপদেষ্টা মিজানুর রহমান এবং রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিনের পদত্যাগসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ ও প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২ টার দিকে মিনিটে শিক্ষকদের নিয়ে অধ্যক্ষ মো. আবদুল মুত্তালিব তাঁর কার্যালয় থেকে প্রশাসনিক ভবনের মূল ফটকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এসময় তিনি মিজানুর ও আন্দালিবের লিখিত পদত্যাগের কপি শিক্ষার্থীদের দেখিয়ে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান। এছাড়া শিক্ষার্থীদের সকল দাবি যৌক্তিক হওয়ায় তা মেনে নেয়া হয়েছে বলে জানান। তবে পদত্যাগ পত্রে গভর্নিং বডির সভাপতির স্বাক্ষর না থাকায় শিক্ষার্থীরা আন্দোলনে অনড় থাকেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে সাবেক ও বর্তমান ১০ শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল অধ্যক্ষের কক্ষে বিষয়টি নিয়ে আলোচনা করেন। অধ্যক্ষের কাছে তাঁকে পদত্যাগ পত্রের বৈধতা এবং তা কার্যকর হওয়ার সময় জানতে চান। এছাড়া তাঁরা মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দূর্নীতির বিষয়ে প্রাসনের পদক্ষেপের করনীয় জানতে চান। এসময় অধ্যক্ষ পদত্যাগের বিষয়ে গভর্নিং বডির সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে জানান। এজন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় চান তিনি। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের আশ্বাস দায়সারা উল্লেখ করে পদত্যাগ পত্র আন্দোলন চলাকালেই কার্যকর করার দাবি জানান। এবং কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সন্ধার দিকে অধ্যক্ষ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আলী খোকন পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে জানান শিক্ষার্থীদের। এবং সভাপতির স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি তাঁদের দেখান। পরে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা করেন।
অধ্যক্ষ মো. আবদুল মুত্তালিব বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হওয়ায় সবগুলোই মেনে নেয়া হয়েছে। গভর্নিং বডির সভাপতির স্বাক্ষরের মাধ্যমে পদত্যাগ পত্র চূড়ান্তভাবে গৃহিত হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ছয় দফা দাবিতে প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবন অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

 

পূর্ববর্তী নিবন্ধদেশে ভ্যাকসিন ইনস্টিটিউট হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধছাতকে ৩ এতিম শিশু পেটানোয় মাদরাসা সুপার গ্রেফতার