সচেতনতামূলক লিফলেট বিতরণ করলো ট্রাফিক তেজগাঁও বিভাগ

নিউজ ডেস্ক

সড়কে চলাচলরত গাড়ির চালক, হেলপার, পথচারীসহ সাধারণ মানুষের দায়িত্ব, করণীয় ও বর্জনীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগ।

বুধবার (৭ মে) উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামের নির্দেশনায় তেজগাঁও ট্রাফিক বিভাগের বিভিন্ন স্থানে সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত সড়ক দুর্ঘটনা রোধ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পথচারী, চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে সড়কে চলাচলের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সহজবোধ্য ভাষায় তুলে ধরা হয়। জেব্রা ক্রসিং ব্যবহার করা, রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান না বসানো, মোটরসাইকেল চালক ও আরোহী উভয় হেলমেট পরিধান, নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়িতে ওঠানামা থেকে বিরত থাকা , রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, হেঁটে চলাচলের সময় ফুটপাত ব্যবহার, রাস্তার মোড়ে জটলা সৃষ্টি না করা ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

এসময় ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি একসঙ্গে কাজ করলে সড়ক নিরাপদ করা সম্ভব। সবাই যদি ট্রাফিক নিয়ম মেনে চলে, তবে দুর্ঘটনার হার অনেকাংশে কমানো সম্ভব হবে। সচেতনতা ছড়িয়ে দেওয়ার এ প্রচেষ্টায় আপনাদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে একটি নিরাপদ আগামীর সূচনা।

তিনি আরও বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বহু মূল্যবান তাজা প্রাণ ঝরে যায়। আসুন, আমরা সবাই মিলে সচেতন হই এবং সড়ককে নিরাপদ করি যাতে এ ধরনের দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণকে আমরা রুখতে পারি।

সচেতনতামূলক লিফলেট বিতরণকালে ট্রাফিক-তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল মিডিয়ায় সরব দু’দেশের ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে যা জানা যাচ্ছে