স্পোর্টস ডেস্ক:
লা লিগা শিরোপা আগেই নিশ্চিত হওয়ায় সান মামেস স্টেডিয়ামে রোরবারের ম্যাচটি বার্সেলোনার জন্য কার্যত গুরুত্বহীন ছিল। তবুও মাঠে দারুণ পারফর্ম করেছে চ্যাম্পিয়নরা। লিগের শেষ ম্যাচে অ্যাথলেটিক ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলে শেষটা ঝলমলে ও রঙ্গিন করে তুলেছে বার্সা।
প্রথমার্ধের শুরুতেই দুটি গোল করেন লেওয়ানডস্কি। আর অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করেন দানি ওলমো।
বার্সা লিগ শেষ করেছে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে, রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে। অ্যাতলেতিকো মাদ্রিদ ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। অ্যাথলেটিক বিলবাও ও ভিয়ারিয়াল যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রিয়াল বেতিস ও সেল্টা ভিগো ইউরোপা লিগে স্পেনের প্রতিনিধিত্ব করবে এবং অষ্টম স্থানে থাকা রায়ো ভায়েকানো খেলবে কনফারেন্স লিগে।
এই ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের অনেককেই বিশ্রামে রাখেন বার্সা কোচ হানসি ফ্লিক। এর মধ্যে দুই গোলকিপার ভয়চেক সিজনি ও মার্ক-আন্দ্রে টার স্টেগেন অন্যতম। দলের তৃতীয় গোলকিপার ইনাকি পেনা চার মাস পর প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পান।
ম্যাচের ১৪ মিনিটে গোল করেন লেওয়ানডস্কি। ফারমিন লোপেজের নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে অফসাইড এড়িয়ে অ্যাথলেটিক গোলকিপার উনাই সাইমনকে চিপ করে গোল করেন পোলিশ স্ট্রাইকার। ৪ মিনিট পর কর্নার থেকে আসা বলে হেড দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন লেওয়ানডস্কি।
জোড়া গোলের পরও চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের ৩১ গোলের রেকর্ড ছুঁতে পারেননি লেওয়ানডস্কি। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ মিস করেন তিনি এবং শেষ পর্যন্ত ২৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকেন।
ম্যাচের ৯২ মিনিটে বক্সের ভিতরে ফাউলের শিকার হন ওলমো। পরে পেনাল্টি কিকে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বার্সার ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন দেন তিনি।