বিনোদন ডেস্ক:
মাস কয়েক আগে অশ্লীলতার জেরে বিপাকে পড়ে সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। সেখানে বিচারকের আসনে বসে এক প্রতিযোগীকে অশ্লীল মন্তব্য করে বসেন রণবীর এলাহাবাদিয়া নামে এক ইউটিউবার। সেই রেশ কাটতেই ফের বিতর্কে জড়ালো আরও এক রিয়েলিটি শো।
সম্প্রতি ‘হাউস অ্যারেস্ট’ নামের একটি শো-এর কিছু ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, প্রতিযোগীদের সঙ্গে অশ্লীল-আপত্তিকর আলোচনা করছেন সঞ্চালক; আর তিনি হলেন অভিনেতা এজাজ খান।
বলে রাখা ভালো, ‘কামসূত্র’ সংস্কৃতির প্রেক্ষাপটে আয়োজন করা হয়েছে এই রিয়েলিটি শো-এর। যেখানে সঙ্গমের নানা ভঙ্গিমা নিয়ে নারীদের অভিজ্ঞতা কেমন-তা নিয়ে প্রশ্ন করা হয়, আর এই প্রশ্ন করেন অভিনেতা তথা সঞ্চালক এজাজ।
এবার এজাজের নানা আপত্তিকর মন্তব্যের জেরে ‘হাউস অ্যারেস্ট’ শো নিয়ে নানা বিতর্ক। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে নানা সমালোচনা। আর এ নিয়ে নিস্তার পায়নি সঞ্চালক এজাজ খান। নতুন বিতর্কে জড়ানোর পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।
তবে এজাজ খান এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন। ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে টানা দুইবছর কারাবাস করেছিলেন অভিনেতা। পরে জামিন নিয়ে বের হলেও তাকে নিয়ে বিতর্কের শেষ নেই।
‘হাউস অ্যারেস্ট’ নামের সেই রিয়ালিটি শো সম্প্রচারিত হয় উল্লু অ্যাপে। বজরং দলের সদস্য গৌতম রাবরিয়াই প্রথম এজাজ খান এবং এই শো-এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।