রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্মরত ফায়ারম্যান মো. সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তিতে বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধ২২ দিনে এলো ১৪১ কোটি ডলারের রেমিট্যান্স
পরবর্তী নিবন্ধগাজায় হত্যা বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী