মুস্তাফা জামান আব্বাসী আর নেই

নিজস্ব প্রতিবেদক

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। আজ (১০ মে) সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মেয়ে শারমিনী আব্বাসী গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মুস্তাফা জামান আব্বাসীর বয়স হয়েছিল ৮৭ বছর। সংগীতচর্চার পাশাপাশি তিনি গবেষক ও লেখক হিসেবেও খ্যাতি লাভ করে ছিলেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা এবং বহু ভক্ত, অনুরাগী রেখে গেছেন।

আব্বাসীর মেয়ে শারমিনী আব্বাসী জানান, অনেকদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তার বাবা। শুক্রবার (৯ মে) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। আজ ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান।

মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের খ্যাতিমান সংগীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার বাবা আব্বাসউদ্দীন আহমেদ ছিলেন পল্লিগীতির সম্যাট বলে খ্যাতি লাভ করেছিলেন।

মুস্তাফা জামান আব্বাসীর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘রুমির অলৌকিক বাগান’, উপন্যাস ‘হরিণাক্ষি’, স্মৃতিকথা ‘স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে’, ‘লোকসঙ্গীতের ইতিহাস’, ‘ভাটির দ্যাশের ভাটিয়ালি’। দেশীয় সংগীত ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখার জন্য একুশে পদকসহ দেশে-বিদেশে তিনি অনেক সম্মাননা ও পুরস্কার লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তর ও পশ্চিম ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ
পরবর্তী নিবন্ধপরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান