মুনিয়া হত্যা মামলায় মিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশানে কলেজশিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া মৃত্যুর ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারনামীয় আসামি সাইফা রহমান মিমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।মিম হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাবেক স্ত্রী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মিমের ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে নেওয়া হয়।

সন্ধ্যায় পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আদালতের নির্দেশে গুলশান থানায় গত ৭ সেপ্টেম্বর মামলা দায়ের হয়। পরে মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআইকে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি এখনো নাম প্রস্তাব করলে আমলে নেবে সার্চ কমিটি
পরবর্তী নিবন্ধদ্বার খুললো বইমেলার