বিনোদন ডেস্ক:
পরিবার ছাড়া দেখা নিষেধ- এমন স্লোগানে ঈদুল আজহায় মুক্তির ঘোষণা এসেছে ‘উৎসব’ সিনেমার। তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। ১৩ মে সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেমার অফিসিয়াল নাম ঘোষণা করা হয়। এর শিল্পীদেরও পরিচয় করিয়ে দেয়া হয়।
সেখানে জানানো হয়, সিনেমাটি উৎসবের আমেজে আসছে ঈদে দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে।
‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ নানা প্রজন্মের একঝাঁক তারকা। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল।
সিনেমার ঘোষণা ও শিল্পী পরিচয় অনুষ্ঠানে অভিনব লুকে উপস্থিত হন শিল্পীরা। অনুষ্ঠানস্থলে সবাই প্রবেশ করেন মুখোশ পরে। এক পর্যায়ে নির্মাতা মঞ্চে আমন্ত্রণ জানান শিল্পীদের। তখন তারা মুখোশ খুলে স্বরূপে হাজির হন। উপস্থিতিরা বেশ উপভোগ করেন এই আয়োজনটি।
নির্মাতা তানিম নূর জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা-স্বপ্ন তাড়া করতে গিয়েই নির্মিত হয়েছে ‘উৎসব’।
অভিনেতা জাহিদ হাসান জানান, দীর্ঘদিন পর এত এত শিল্পী মিলে একসঙ্গে কাজ করেছেন। এই অভিজ্ঞতাটা তার কাছে আনন্দের হয়ে থাকবে। সিনেমাটি দেখে দর্শকও অনেক আনন্দ পাবেন বলে মনে করেন এই নন্দিত অভিনেতা। তার সঙ্গে যোগ করে আফসানা মিমি বলেন, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ- এই কথাটা আমাকে আন্দোলিত করেছে। কারণ অনেক দিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম।’
সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘এ সিনেমায় কাজ করেছি খুব আনন্দ নিয়ে। এই আনন্দ এবার আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।’ অপি করিমও আশাবাদী ‘উৎসব’ নিয়ে। তিনি বলেন, ‘সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এই প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি। তাই ভাবলাম, এই প্রজন্ম দেখুক, আমরা এখনও আছি।’
এ সিনেমার গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। সিনেমার নাম ঘোষণা ও শিল্পী পরিচিতির এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী নওশাবা, এফ এস নাঈম, সৈয়দ আহমেদ শাওকী, সালেহ সোবহান অনীম, ফাতেমা তুজ জোহরা ঐশীসহ অনেকে।