মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে ১০ মে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মুকসুদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মাহাতাব উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এন নাঈম,মুকসুদপুর ইউআরসি ইন্সট্রাক্টর শেখ রিয়াজ উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুশান্ত কুমার বাড়ৈ টেংরাখোলা পাইলট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আসমা খানম,কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার ও পুরাতন মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা সুলতানা প্রমূখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিম আক্তার হাতের লেখা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয় অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।