মাদক নিয়ে নিষিদ্ধ রাবাদা

স্পোর্টস ডেস্ক:

গত ৩ এপ্রিল হঠাৎ আইপিএলের দল গুজরাট টাইটান্স ছেড়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফেরত যান কাগিসো রাবাদা। তখন তার দল জানিয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন এই তারকা পেসার।

অবশেষে সামনে এলো চমকে যাওয়ার মতো এক খবর। রাবাদা নিজেই জানালেন, রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন তিনি।

ক্রিকইনফো জানিয়েছে, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসএটি২০ চলার সময়ের ঘটনা এটি। সেই টুর্নামেন্টে এমআই কেপটাউনের হয়ে খেলা রাবাদা মাদক পরীক্ষায় পজিটিভ হন। তবে ঠিক কতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেটি জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন এসএসিএর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাবাদা দুঃখপ্রকাশ করেছেন, ‘আমি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছি, এমন কিছুই জানানো হয়েছিল। সেই কারণটা হলো নেশাজাতীয় মাদক পরীক্ষায় আমার পজিটিভ হওয়া। আমার কারণে যাদের মাথা নত হয়েছে, যারা বিপদে পড়েছে, তাদের সবার কাছে করজোড়ে দুঃখপ্রকাশ করছি। আমি এখন সাময়িক নিষেধাজ্ঞা কাটাচ্ছি। প্রিয় খেলাটায় ফিরতে উন্মুখ হয়ে আছি।’

রাবাদা ঠিক কত দিন নিষিদ্ধ হয়েছেন, সেটি পরিষ্কার জানা যায়নি। তবে জানা গেছে, আগামী সপ্তাহে এ নিয়ে বিবৃতি দিতে পারে দক্ষিণ আফ্রিকার মাদকবিরোধী সংস্থা এসএআইডিএস।

পূর্ববর্তী নিবন্ধকোহলির ব্যাটে ঝড়, শেফার্ডের শেষের তাণ্ডবে বেঙ্গালুরুর ২১৩
পরবর্তী নিবন্ধএখনো অ্যাকশন মুডে রুবেল