স্পোর্টস ডেস্ক:
২০২৩ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে বিদায়ের পর থেকে অ্যানহেল ডি মারিয়া দ্বিতীয় দফায় খেলছিলেন পর্তুগালের ক্লাব বেনফিকাতে। এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের এই লিগেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্যারিয়ারের সূর্য অস্তমিত হওয়ার পথে।
আগামী মৌসুম থেকে বেনফিকার হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন ডি মারিয়া। গতকাল শনিবার ব্রাগার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা লিগা পর্তুগাল শিরোপা হারানোর পর এ ঘোষণা দেন তিনি।
চ্যাম্পিয়ন স্পোর্টিংয়ের থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করে বেনফিকা। স্পোর্টিং ৮২ আর বেনফিকার ৮০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে।
৩৭ বছর বয়সী ডি মারিয়া গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচ খেলেন তিনি।
দুই দফায় মোট পাঁচ বছর বেনফিকায় খেলেছেন ডি মারিয়া। সবশেষ ২০২৩ সালে দ্বিতীয় দফায় ক্লাবটিতে যোগ দেন। এর আগে ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত এই ক্লাবে খেলেছিলেন তিনি। এছাড়া ইউরোপীয় ফুটবলের বড় ক্লাব রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং জুভেন্টাসের হয়ে খেলেছেন এই তারকা।
বেনফিকাকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে ডি মারিয়া লিখেছেন, ‘এভাবে শেষ হওয়াটা খুব কষ্টদায়ক, বিশেষ করে এত দীর্ঘ একটি মৌসুমের পর। এটি ছিল এই জার্সিতে আমার শেষ লিগ ম্যাচ এবং আমি গর্বিত যে আবার এটি পরার সুযোগ পেয়েছি।’
‘রোববার এখনো একটি ফাইনাল বাকি। আমরা পূর্ণ উদ্যম ও আনন্দ নিয়ে সেটি জিততে যাবো, সবসময়ের মতো একসাথে। তোমাদের সমর্থনের জন্য ধন্যবাদ, বেনফিকা সমর্থকরা।’
বেনফিকা আগামী ২৫ মে পর্তুগিজ কাপের ফাইনালে স্পোর্টিংয়ের মুখোমুখি হবে, এরপর তারা ১৬ জুন ক্লাব বিশ্বকাপে অংশ নেবে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডি মারিয়ার চুক্তি ৩০ জুন পর্যন্ত। তবে এই তারকা ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।