বিদায়ী ম্যাচেও নতুন রেকর্ড সৃষ্টি করে গেলেন আলোনসো

স্পোর্টস ডেস্ক:

জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে জাবি আলোনসোর যাত্রাটা আড়াই বছরের। এই আড়াই বছরে বায়ার লেভারকুসেনকে যা উপহার দিয়েছেন তিনি, তা ক্লাব ইতিহাসে আর কেউ কখনো পারেনি। গত মৌসুমেই ডাবল শিরোপা জিতিয়েছিলেন তিনি। জার্মান কাপ এবং জার্মান বুন্দেসলিগা শিরোপা। বায়ার লেভারকুসেনের ইতিহাসে যা প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র।

চলতি মৌসুমে আর শিরোপা জেতা সম্ভব হয়নি। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের পরের অবস্থান, তথা দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে হয়েছে। এরই মধ্যে কোচ জাবি আলোনসোর বায়ার লেভারকুসেন ছেড়ে যাওয়ার ঘোষণা হয়ে গেছে। আগামী মৌসুমের জন্য তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন।

শনিবার ছিল বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে সর্বশেষ ম্যাচ। শেষবার দলটির ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। তবে, এই বিদায় বেলায়ও বায়ার লেভারকুসেনকে দারুণ একটি রেকর্ড উপহার দিয়ে গেলেন কোচ আলোনসো।

১-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মেইনজের মাঠে ২-২ গোলে ড্র করেছে বায়ার লেভারকুসেন। সে সঙ্গে টানা দুই মৌসুম জার্মান বুন্দেসলিগায় প্রতিপক্ষের মাঠে গিয়ে (অ্যাওয়ে ম্যাচ) কোনো ম্যাচ না হারার রেকর্ড ধরে রাখলো জাবি আলোনসোর শিষ্যরা।

২০২৩-২৪ মৌসুম বায়ার লেভারকুসেন কোনো ম্যাচই হারেনি। পুরো মৌসুম অপরাজিত থেকে শিরোপা জিতে নেয় তারা। আর এবারের, ২০২৪-২৫ মৌসুমে এসে তিনটি ম্যাচ হেরেছে বায়ার। তিনটি ম্যাচেই হেরেছে নিজেদের মাঠে। অর্থ্যাৎ, এবারও অ্যাওয়ে ম্যাচে কোনো ম্যাচেই হারেনি তারা। দুই মৌসুমে প্রতিপক্ষের মাঠে টানা ৩৪টি ম্যাচ হারেনি তারা।

শনিবার মৌসুমের শেষ ম্যাচটি মেইনজের মাঠে খেলতে যায় লেভারকুসেন। কিন্তু ৩৫তম মিনিটেই গোল হজম করে বসে তারা। পল নেবেল গোল করে এগিয়ে দেন মেইনজকে। ৪৯তম মিনিটে প্যাট্রিক স্কিখ পেনাল্টি থেকে গোল করে বায়ারকে সমতায় ফেরান। ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

৬৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেইনজকে সমতায় ফেরান জোনাথন বারকাডট। ম্যাচের একেবারে শেষ মুহূতেৃ লেভারকুসেনের রেকর্ড কেড়ে নিচ্ছিল প্রায় মেইনজ। দলটির স্টেফান বেল বল ভেলাকুসেনের জালে জড়িয়ে দেন। শেষে ভিএআর দেখে গোলটি বাতিল করে দেন রেফারি।

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপ্লে-অফে এক পা রাখতে ২১৯ রানের পুঁজি পাঞ্জাবের