দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী ও বদলগাছিতে

দিনাজপুর প্রতিনিধি : দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী ও নওগাঁর বদলগাছিতে সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৬ টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

শৈত্যপ্রবাহের সঙ্গে তীব্র শীত অনুভূত হওয়ায় কাবু হয়ে পড়েছে এসব জেলার দরিদ্র ও ছিন্নমূল মানুষ। কনকনে ঠাণ্ডার কারণে নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন দিন কাটাচ্ছেন। আগুন জ্বালিয়ে শীতের দাপট কমানোর চেষ্টা করছেন অনেকেই।

সকালে দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, দিনাজপুরে আজ সকালে বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৯ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এছাড়া রংপুরে১১.২, সৈয়দপুরে ১২.৪, রাজারহাটে ১২.০, ডিমলায় ১৩.৫, যশোরে ১১.০, চুয়াডাঙ্গায় ১১.০, শ্রীমঙ্গলে ১২.৪, তেঁতুলিয়ায় ১১.২, দিনাজপুরে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দেওয়ার আহ্বান গুরুত্বপূর্ণ নয়
পরবর্তী নিবন্ধচেন্নাইয়ের সঙ্গে কুমিল্লার সাদৃশ্য দেখছেন ডু প্লেসি