নিজস্ব প্রতিবেদক
মাঠ পর্যায়ে ঘুস ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। এনবিআর চেয়ারম্যানের কাছে এমন আর্জি জানিয়ে সংস্থাটির কর্মকর্তাদের উদ্দেশে তারা বলেছেন, ব্যবসায়ীরা হয়রানির শকার হচ্ছে। আপনারা অনিয়ম ও দুর্নীতি বন্ধ করুন। তাহলে ব্যবসায়ীদের কাছ থেকে যা চান পাবেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী নেতারা রাজস্ব বোর্ডের দুর্নীতি বন্ধ করার এ আহ্বান জানান।
বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন সোহেল বলেন, দয়া করে দুর্নীতি বন্ধ করুন, আপনারা যা চাইবেন আমরা তা-ই দিতে প্রস্তুত।
এনবিআর চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, চট্টগ্রাম পোর্টের বিভিন্ন জায়গায় অনেক কিছু ঘটে। আমার কাছে অনেক তথ্য রয়েছে। ভয়েস ম্যাসেজসহ আপনাকে পাঠিয়েছিলাম। এখনো বন্ধ হয়নি। আপনার কাছে আবারও অনুরোধ করবো, আপনার সহকারী রাজস্ব কর্মকর্তারা অনেক শক্তিশালী। মেম্বার সাহেবও আপনার থেকে শক্তিশালী। মাঠ পর্যায়ে রাজস্ব কর্মকর্তা (আরও) ও সহকারী রাজস্ব কর্মকর্তারা (এআরও) আপনার (এনবিআর চেয়ারম্যান) চেয়ে বেশি শক্তিশালী।
তিনি আরও বলেন, পরশু দিন একটা ফোন এসেছে। আমাকে দেখা করতে বললো। যখন বললাম আমি এনবিআর চেয়ারম্যানসহ অনেককেই চিনি, তখন বলে জ্বি স্যার, জ্বি স্যার। দিস ইজ দ্যা সিনারিও (এই হচ্ছে পরিস্থিতি)।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আপনাদের অভিযোগ জানাতে হবে। আপনি না দিলে তারা নেবে কোথা থেকে? আপনি দেন, সেটা আমাদের কাছে এসে বলেন, প্রমাণ দেন। দুদক ধরতে পারে। এনবিআরও ধরতে পারে। ট্রানজেকশন এখন ক্যামেরা দিয়ে রেকর্ড করা যায়। কথোপকথন রেকর্ড করা যায়। শত শত কোটি টাকা খরচ করে অভিযোগ জানানো অনলাইন সিস্টেম চালু করেছি। এটা আপনাদের ব্যবহার করতে হবে।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানিয়ে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম ইকবাল বলেন, কদিন আগে পানগাঁও স্টেশনে দুটি কন্টেইনার আটকানো হয় আমান প্ল্যাস্টিকে। দুটির ডিউটি সাত কোটি টাকা দাবি করা হয়। ওই ছেলেটা এক সময় আত্মহত্যা করতে চেয়েছিল। আমি ওকে ফিরিয়ে এনেছি। সরকার পরিবর্তনের পর সেই কন্টেইনার ছেলেটি কোটি টাকা দিয়ে ছাড়িয়েছে।
আলোচনায় বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন উৎসে কর্তনের হার হ্রাস, নগদ প্রণোদনা থেকে উৎসে কর কর্তনের হার কমানো এবং ১০ কাউন্ট ও ২০ কাউন্ট সুতায় শুল্ক ও কর কমানোর প্রস্তাব দেওয়া হয়।
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে সরকারের নীতি সহায়তা চায় বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। পাশাপাশি আসন্ন বাজেটে রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর অর্ধেক কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটি আগামী ৫ বছরের জন্য উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ করার, ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার, কোম্পানির ক্ষেত্রে সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত ইত্যাদির সুদ/মুনাফার ওপর উৎসে কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেছে।
তথ্য প্রযুক্তিখাতে কর অব্যাহতি ২০৩১ সাল পর্যন্ত অব্যাহত রাখার দাবি জানিয়েছে বেসিস। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে ওঠার আগে ক্যাশলেস ট্রানজেকশনের শর্ত শিথিল করার, দেশি সফটওয়্যার ও তথ্য প্রযুক্তির ওপর ভ্যাট প্রত্যাহার, সফটওয়্যার রপ্তানিতে প্রণোদনা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।
প্লাস্টিকের খেলনা প্রস্তুতে ২৪ ধরনের কাঁচামাল আমদানিতে করছাড় চেয়েছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।