স্পোর্টস ডেস্ক:
ভুলে যাওয়ার মতো এক ২০২৫ পার করেছে চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত নিজেদের ফ্র্যাঞ্চাইজি ইতিহাসের এক আসরে সবচেয়ে বেশি হারও দেখে ফেলেছে তারা। সবশেষ হারটা চেন্নাই দেখেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
চেন্নাই বনাম রাজস্থানের ম্যাচে ক্রিকেটের বাইরেও দেখা মিলল অন্য এক দৃশ্যের। আইপিএলের সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় ধোনি (৪৩ বছর) এর বিপক্ষে মাঠে নামলেন ১৪ বছর বয়েসী বৈভব সূর্যবংশী। মাঠের লড়াইটা জিতেছেন বৈভব। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করে জিতিয়েছেন ম্যাচটা। সঙ্গে জিতলেন মনটাও। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলানোর সময়ে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছেন সূর্যবংশী।
এটাই মন ভরিয়েছে প্রায় সকলেরই। সিনিয়র ক্রিকেটার তো বটেই, ভারতের ক্রিকেট সংস্কৃতিটাই অনেকটা বদলে দিয়েছিলেন ধোনি। এমন একজনকে নত হয়ে বৈভব শ্রদ্ধা জানাচ্ছেন– সেটা দেখেই প্রশংসা করেছেন অনেকে।
অবশ্য ধোনি কেবল সম্মানই নেননি। সঙ্গে তরুণদের উদ্দেশ্যে দিয়েছেন পরামর্শও। ধারাভাষ্যকার ইয়ান বিশপের প্রশ্নের উত্তর দিয়ে ভবিষ্যত তারকাদের দিয়েছেন বড় ক্রিকেটার হওয়ার মন্ত্র।
তরুণ ব্যাটারদের উদ্দেশে তার পরামর্শ কী, এমন প্রশ্নের উত্তরে ধোনি বলেন, “তাদের ধারাবাহিকতা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। শুধু যদি ২০০+ স্ট্রাইক রেটের দিকে তাকিয়ে থাকে, তাহলে ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে যায়।”
তিনি আরও যোগ করেন, “ওদের যে কোনো সময় ছক্কা মারার ক্ষমতা আছে। প্রত্যাশা বাড়লেও তাদের মাথায় চাপ নেওয়ার প্রয়োজন নেই। সিনিয়র খেলোয়াড়দের এবং কোচিং স্টাফদের কাছ থেকে শেখা উচিত। খেলার পরিস্থিতি বুঝে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। যারা ভালো করছে, তাদের জন্য এটাই আমার পরামর্শ।”
বর্তমানে চেন্নাই সুপার কিংস ১৩টি ম্যাচ খেলে ১০টি হারার পর পয়েন্ট টেবিলের একেবারে নিচে রয়েছে। আর রাজস্থান গতকাল খেলেছে এই আসরে নিজেদের শেষ ম্যাচটা।