নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।
সকালের প্রচণ্ড রোদ উপেক্ষা করেই হাজার হাজার বিএনপি নেতা কর্মী ও ইশরাক সমর্থকরা দলে দলে নগর ভবনে আসতে থাকেন।
১১টা বাজতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় তাদের অবস্থান কর্মসূচি। পরে গানে গানে আর স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো নগর ভবন এলাকা।
.jpg)
মূল ফটকের সামনে ট্রাকের উপর মঞ্চ বানিয়ে একে একে গান গাইছেন জাতীয়তাবাদী শিল্পী গোষ্ঠী। প্রথমেই শুরু করেন ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি দিয়ে, যা শতশত নেতা কর্মীরা একসাথে গলা ধরেন গানের তালে তালে। এর পর ‘আসছে আসছে ইশরাক আসছে’ ‘এমন একটা মা দে না’ ‘জিয়া তুমি আমার অহংকার’ ‘মা তুমি আমার আগে যেয়ো নাকো মরে’সহ এক এক করে গান গাইতে থাকেন শিল্পীরা। গানের আয়োজনের তদারকি করছেন সুরকার ইথুন বাবু।
গানের বিরতি হলেই শুরু হয় ইশরাক নিয়ে স্লোগান ‘ইশরাক তোমার ভয় নাই রাজ পথ ছাড়ি নাই’ ‘শপথ নিয়ে টাল বাহানা চলবে না’ ‘আমাদের দাবি-আমাদের দাবি, মেনে নাও মেনে নাও’সহ নানান স্লোগান।এই সময় নগর ভবনের সামনেড় রাস্তায় সংকুলান না হওয়ায় ফুলবাড়িয়া, গুলিস্তান বঙ্গমার্কেট ও গোলাপ শাহ রোড বন্ধ করে রাস্তায় বসে পড়েন ইশরাক সমর্থনরা।
আন্দোলন সম্পর্কে জানতে চাইলে কদমতলীর ৫২ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি রবিউল ইসলাম দিপু বাংলানিউজকে বলেন, এ আন্দোলন হলো আমাদের অধিকারে আন্দোলন, জনতার মেয়র ইশরাককে তো কোটে রায় দিয়েছে। তাহলে কেন শপথ দিতে টালবাহানা করছে? এই আন্দোলনে দল মত নির্বিশেষে সব থাকা উচিত। সব আন্দোলনে জনগণের কষ্ট হয়। কিন্তু দাবি আদায় করতে হলে কিছুটা কষ্ট মেনে নিতে হয়।
কেরানীগঞ্জ থেকে আসা ফারুক বলেন, আন্দোলন হলেই ভোগান্তিতে পড়তে হয় আমাদের মত সাধারন জনগণের, পুরা রাস্তা বন্ধ। সেই কদমতলী থেকে হেঁটে আসছি গুলিস্তান। শতশত গাড়ি আটকা পড়া, আমাদের কষ্টের কথা কেউ ভাবেন না।