চমকে দিল মার্ভেল, পিছিয়ে গেলো দুটি অ্যাভেঞ্জার্স

বিনোদন ডেস্ক:

দর্শকদের রীতিমতো চমকে দিয়েছে মার্ভেল স্টুডিও। তারা দুটি সিনেমার মুক্তি পিছিয়ে দিয়েছে। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর মুক্তি পিছিয়ে দিয়েছে। পূর্বনির্ধারিত ২০২৬ সালের গ্রীষ্মের পরিবর্তে এটি এখন মুক্তি পাবে ওই বছরের ১৮ ডিসেম্বর।

একইসঙ্গে পিছিয়েছে এর পরবর্তী কিস্তি ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’- এর মুক্তিও। এই ছবির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৭ ডিসেম্বর।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর জায়গায় এখন মুক্তি পাবে বহু প্রতীক্ষিত সিকুয়েল ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা ২’। ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ১ মে ২০২৬।

ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, দেরির কারণ হিসেবে বলা হয়েছে, ছবিগুলোর প্রোডাকশন কাজের জন্য বাড়তি সময় দরকার হচ্ছে। এগুলোকে মার্ভেলের সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, আগামী বছরের ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির। তবে ‘ডুমসডে’ পিছিয়ে যাওয়ায় এই তারিখ পরিবর্তন হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

ডিজনি সিইও বব আইগার সম্প্রতি স্বীকার করেছেন, মার্ভেল অতিরিক্ত প্রজেক্ট হাতে নিচ্ছিল, যার প্রভাব পড়ছিল মানের ওপর। এখন থেকে প্রতিষ্ঠানটি কম কাজ নিয়ে গুণগত মান বাড়ানোর দিকে মনোযোগ দেবে।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ কেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে: প্রধান উপদেষ্টা