খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩ 

জেলা প্রতিনিধি

খুলনায় তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক ও দুইজন যাত্রী রয়েছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিমুল মন্ডল বলেন, ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে খুলনাগামী মাহিন্দ্রার সঙ্গে খুলনা থেকে চুকনগরগামী তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন। নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক ও ২ যাত্রী রয়েছেন। তবে তাদের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আরও ৩/৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের জন্য বন্ধ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে : প্রধান উপদেষ্টা