খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আজ। সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, রমনা কালী মন্দির গেট, দোয়েল চত্বরে এমন চিত্রই দেখা গেছে।

ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সকাল সাড়ে ১০টায় এ সম্মেলন শুরু হওয়ার কথা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একের পর এক মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসছেন বিভিন্ন হলের নেতারা। বিভিন্ন রংয়ের পোশাক পড়ে খণ্ড খণ্ড মিছিল আর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মেতেছেন নেতাকর্মীরা। বিভিন্ন রঙের শাড়ি পড়ে মেয়েরাও হলগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসছেন।

সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে প্রবেশের জন্য একাধিক গেট রাখা হয়েছে। প্রবেশ পথগুলোতে লাইনে দাঁড়িয়ে উদ্যানে প্রবেশ করতে দেখা যায় নেতাকর্মীদের। পুলিশ এসময় তল্লাশি করে প্রবেশ করাচ্ছে সম্মেলনে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের জাতীয় সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধজামিন পেলেন হাজী সেলিম