কেলেঙ্কারির পরও জনপ্রিয়তার শীর্ষে কিম সু হিউন

বিনোদন ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কিম সু হিউন। চলতি সপ্তাহেও সুপারস্টার ব্র্যান্ড পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। এই নিয়ে টানা চতুর্থ সপ্তাহ তিনি এই তালিকার এক নম্বরে রয়েছেন। কিম সে রনের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে সম্প্রতি নানা বিতর্ক তৈরি হলেও জনপ্রিয়তায় বিশেষ কোনো প্রভাব পড়েনি।

কে-মিডিয়া টপ স্টার নিউজ প্রকাশিত ৭২তম সপ্তাহের তালিকায় দেখা গেছে, ১৪ থেকে ২১ মে পর্যন্ত অনলাইনে চলা ভোটাভুটিতে কিম সু হিউন পেয়েছেন ১৩ লাখেরও বেশি ভোট। তার চেয়ে অনেক পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন কিম হি জে। তৃতীয় স্থানে আছেন ‘লাভলী রানার’ সিরিজে অভিনয় করা বিয়ন উ সিওক।

অন্যদিকে নারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত কিম হে ইউন। ‘লাভলী রানার’ ও ‘স্নোড্রপ’ নাটকে অভিনয়ের সুবাদে তিনি ৪৪তম সপ্তাহের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যাও ছিল অন্যদের চেয়ে অনেক বেশি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জং সো মিন এবং তৃতীয় স্থানে রয়েছেন ইম ইউনআ।

উল্লেখ্য, কিম সু হিউনের ব্যক্তিজীবন ও পেশাগত জীবন নিয়ে সাম্প্রতিক বিতর্ক সত্ত্বেও অনুরাগীদের ভালোবাসা ও সমর্থনে তার অবস্থান দৃঢ় রয়েছে। ‘কুইন অফ টিয়ারস’ সিরিজে তার পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এই সিরিজটিকেই কিমের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পূর্ববর্তী নিবন্ধইউটিউবে শরীফুল রাজের সিনেমা
পরবর্তী নিবন্ধরশিদ খানকে বেদম পেটালেন মার্শ