আন্তর্জাতিক ডেস্ক
ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
বুধবার (২১ মে) সকালের দিকে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৯৭ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৯৬ সেন্ট বা ১ দশমকি ৬ শতাংশ বেড়ে ৬২ দশমিক ৯৯ ডলার হয়েছে।