স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বড় বড় সব তারকাদের দেখা মেলে। দুনিয়ার সবচেয়ে গ্ল্যামারস এই ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করাটাও কঠিন কাজ। কারণ মান সম্পন্ন বোলার কিংবা ব্যাটারের বিপক্ষে খেলতে হয়। সবমিলিয়ে সব দলই তারকা ক্রিকেটারদের প্রধান্য দিয়ে দল গড়ে।
তবে এবারের আসরের আগে রাজস্থান রয়্যালস হেঁটেছে ভিন্ন পথে। তারা জস বাটলার, ট্রেন্ট বোল্টের মতো তারকাদের ছেড়ে দিয়েছে। নিলাম থেকে অনেকটাই তারুণ্য নির্ভর দল গড়েছে। এই দল নিয়ে মাঠের ক্রিকেটে খুব একটা সুবিধা করতে পারছে না তারা। ফলে তাদের পরিকল্পনা নিয়ে সমালোচনা হচ্ছে। তবে এসব নিয়ে ভাবতে নারাজ টিম ম্যানেজমেন্ট।
রাজস্থানের ফিল্ডিং কোচ ইয়াগনিক মনে করেন, রাজস্থান তারকা কেনে না বরং তারকা তৈরি করে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বছরের পর বছর যখন আমাদের দলে কোনো নতুন খেলোয়াড় এসেছে তারা তারকা হয়ে আসেনি। তারা আমাদের ফ্র্যাঞ্চাইজিতে এসে তারকা হয়েছেন।’
‘বর্তমান দল নিয়ে আমরা আত্মবিশ্বাসী যে তারা একদিন তারকা হবে। আমরা তাদের তারকা বানাবো। আমরা সুপারস্টার কিনি না, আমরা সুপারস্টার তৈরি করি। এটাই আমাদের ট্যাগলাইন।’-যোগ করেন তিনি।
এবারের নিলাম থেকে রাজস্থানের সম্ভবত সবচেয়ে ভালো ডাক বৈভব সূর্যবংশী। তার উদাহরণ টেনে ইয়াগনিক বলেন, ‘উদাহরণ হিসেবে বৈভব সূর্যবংশীর কথা বলতে পারেন। সে যেভাবে ব্যাটিং করে সেটা নিয়ে সবাই খুশি এবং আবেগপ্রবণ। সুতরাং, সামনের বছরগুলোতে তার মতো ক্রিকেটাররা তারকা হবে। এরকম জিনিস দেখার জন্য আমাদের সময়ও আসবে।’
‘তারা আমাদের থাকবে না তখন আমাদের ভুলে গিয়ে সামনে এগোতে হবে। এখন আমাদের বৈভব, যশস্বী জয়সাওয়াল, সাঞ্জু স্যামসন আমাদের অধিনায়ক। আমরা তাদের নিয়েই এগোবো এবং প্রমাণ করবো আমাদের দলের জেতার সামর্থ্য আছে।’