‘অভিনেতার দরকার নেই, এখন এআই দিয়েই সম্ভব’- বললেন নির্মাতা

বিনোদন ডেস্ক;

সিনেমা তৈরি করতে আর কোনো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারাই সব সম্ভব হয়ে যাবে- এমন মন্তব্য করেছেন ভারতের চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর।

সম্প্রতি ভারতে আয়োজিত ওয়েভস সামিট ২০২৫-এর আসরে এই বিবৃতি দেন নির্মাতা। বলেছেন, শাহরুখ খান অথবা অমিতাভ বচ্চন নয়, এআই প্রস্তুতকারী তারকাদের নিয়েই ছবি তৈরি করে ফেলবেন তিনি।

সে সময় শেখর বলেন, ‘অভিনেতারা শুধু অভিনেতাই হন, কিন্তু এআই দিয়ে তারকা তৈরি করা যাবে। মানুষের মতোই তারকা তৈরি করবে এআই, ছেলে হোক বা মেয়ে তার কপিরাইট থাকবে শুধুমাত্র আমার কাছে।’

সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এখন বহু ইন্টারনেট ইনফ্লুয়েনসার জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু এরা আদতে মানুষ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা নির্মিত। এবার এরা চলচ্চিত্র জগতেও জায়গা করে নেবে।’

বলিউডের প্রথম সারির অভিনেতাদের নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘আমার অমিতাভ বা শাহরুখ খানকে প্রয়োজন নেই। আমি নিজে চরিত্র তৈরি করে নেব। নিজের তারকা নিজেই বানাবো। আমি যদি এই ব্যাপারে দক্ষ হই তাহলে আমার তৈরি চরিত্র দর্শকদের ভালোবাসা পাবে।’

বিগত কয়েক বছর ধরে তারকাদের অত্যাধিক পারিশ্রমিক নিয়ে বেশ কয়েকবার মুখ খুলতে শোনা গিয়েছে পরিচালক থেকে প্রযোজক সকলকেই। একটি সিনেমা ফ্লপ হলেও তারকাদের যে পরিমাণ পারিশ্রমিক দিতে হয়, তাদের রীতিমতো ক্ষতির মুখে পড়তে হয়, পরিচালক প্রযোজকদের।

পূর্ববর্তী নিবন্ধহৃতিকের বোনের সারা দেহে আঘাতের চিহ্ন, ঘুমাননি ২৮ দিন
পরবর্তী নিবন্ধতৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প