সংবাদ বিজ্ঞপ্তি:
সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে মৎস্য অধিদপ্তরের আমদানি-রপ্তানি সংক্রান্ত বিবিধ ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং মৎস্য অধিদপ্তরের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

শনিবার (২৪ মে) মৎস্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং মৎস্য অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আবদুর রউফ চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদা খানম (মৎস্য পরিকল্পনা ও জরিপ) ও ড. মো. খালেদ কনক (মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।