নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আধুনিক ব্যাংকিং সেবার পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে আল ওয়াদিয়াহ্ কারেন্ট প্লাস অ্যাকাউন্ট, মুদারাবা সেভিংস প্লাস ডিপোজিট এবং মুদারাবা ইয়ুথসেভার অ্যাকাউন্ট নামে নতুন তিনটি রিটেইল ডিপোজিট প্রোডাক্ট উদ্বোধন করেছে।
মঙ্গলবার (২৭ মে ) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রোডাক্ট তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আমরা সব সময় গ্রাহকের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের রিটেইল, কর্পোরেট, এসএমই ও তরুণ গ্রাহকদের জন্য নতুন এই ডিপোজিট প্রোডাক্ট তিনটি ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শরীয়াহ্সম্মত ব্যাংকিং সেবাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। নতুন এই প্রোডাক্টসমূহ আকর্ষণীয় মুনাফা ও সুবিধা প্রদান করে গ্রাহকদের সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করবে।
আধুনিক ও শরীয়াহসম্মত ব্যাংকিং সেবা গ্রহণের জন্য তিনি গ্রাহকদের এই নতুন ডিপোজিট প্রোডাক্টগুলো গ্রহণে আন্তরিকভাবে আহ্বান জানান।
উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ আসাদুজ্জামান ভূইয়া, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশের সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।