দেলোয়ার (হোসেন মুকসুদপুর) গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত হয়েছে। দৈনিক অপরাজয়া পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার(বৃহত্তর ফরিদপুর জেলা প্রতিনিধি)ও মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য আবু বক্কারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় মুকসুদপুরের মাটিয়া ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আবু বক্কার বর্তমানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।হামলার শিকার আহত আবুবক্কার জানান, ২৬ মে আনুমানিক সন্ধ্যায় মুকসুদপুরের মাটিয়া ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনাটি পরিকল্পিত। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।