শাকিবের তাণ্ডবে চমক দেখাবেন সিয়াম

বিনোদন ডেস্ক:
আসছে কোরবানি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ নিয়ে এরইমধ্যে তুমুল আলোচনা চলছে। সিনেমাটির টিজার, ছবি নিয়ে শুরু হয়েছে হৈচৈ। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব। তার সঙ্গে আছেন জয়া আহসান, সাবিলা নূরের মতো তারকারা।

এদিকে বেশ কিছু গোপন সূত্রে জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হবেন হালের আরেক ক্রেজ চিত্রনায়ক সিয়াম আহমেদ। তিনি ক্যামিও একটি চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায়। তাকে এ ছবির গল্পে দেখা যাবে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে শাকিবের সঙ্গে।

শুরুতে শোনা গিয়েছিল ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে চমক হিসেবে থাকবেন আফরান নিশো কিংবা শরীফুল রাজ। তবে শেষ পর্যন্ত নিজের অভিষেকের ‘পোড়ামন ২’ ছবির নায়ককেই বেছে নিয়েছেন রাফী।

বিষয়টি গোপন রেখেই সিনেমার শুটিং হয়েছে। বর্তমানে চলছে এর এডিটিং। শিগগিরই সব কাজ শেষ করে এটি জমা পড়বে সেন্সর সার্টিফিকেটের টেবিলে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চান না সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।

‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আসছে ঈদে সবচেয়ে বড় ধামাকা হিসেবে মুক্তি পাবে ছবিটি। প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহকে টার্গেট করে মুক্তির পরিকল্পনা চলছে।

পূর্ববর্তী নিবন্ধকারা ফাঁস করছেন ব্যক্তিগত ভিডিও, জানাবেন শুভ
পরবর্তী নিবন্ধমাইকেল জ্যাকসনকে নিয়ে এলো নতুন সিদ্ধান্ত