বিনোদন ডেস্ক:
শিল্পের দেশ ফ্রান্সের কান শহরে চলছে বিশ্বের সবচেয়ে মর্যাাদাশীল চলচ্চিত্র উৎসব। একই শহরে ফরাসি নির্মাতাদের সংগঠন সোসিয়েতে দে রিয়েলিজাতার্স দ্য ফ্রঁস আয়োজন করে ডিরেক্টরস ফোর্টনাইট। সেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং তথ্যচিত্র প্রদর্শিত হয়।
এবারের উৎসবে পিপলস চয়েস বিভাগে পুরস্কার জিতেছে ইরাকের সিনেমা ‘দ্য প্রেসিডেন্ট’স কেক’। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই পুরস্কার জয় করল ইরাকের কোনো সিনেমা। পুরস্কৃত হওয়া সিনেমাটি পরিচালনা করেছেন ইরাকি নির্মাতা হাসান হাদি। দর্শকের ভোটে বিজয়ী হয়ে তিনি পুরস্কারস্বরূপ পেয়েছেন ৮,৪০০ মার্কিন ডলার।
মজার ব্যাপার হলো, ক্যারিয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি জয় করে নিয়েছেন হাসান হাদি।
‘দ্য প্রেসিডেন্ট’স কেক’ ছবিটি টিপিসি ফিল্ম এলএলসির ব্যানারে প্রযোজনা করেছেন লিয়া চেন বেকার। সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে। হলিউড রিপোর্টার মন্তব্য করেছে, ‘হাদির সিনেমাটি একটি ব্যতিক্রমী নির্মাণ। এ ছবির গল্প গতিশীল এবং আবেগতাড়িত।’
চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে নব্বইয়ের দশকে ইরাকে হাসান হাদির নিজের শৈশবের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। তখন দেশটি ভয়াবহ খাদ্যসংকটে ভুগছিল মার্কিন নিষেধাজ্ঞার কারণে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ৯ বছরের এক মেয়ে লামিয়া। যার ভূমিকায় অভিনয় করেছেন বনিন আহমদ নায়েফ। লামিয়াকে স্কুল থেকে নির্দেশ দেওয়া হয় তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মদিনে একটি কেক তৈরি করে আনার। কিন্তু খাদ্যসংকটের বাস্তবতায় সাধারণ উপাদান সংগ্রহ করাটাই হয়ে ওঠে দুঃসাধ্য। বন্ধুকে সঙ্গে নিয়ে বাজারে নেমে পড়ে সে। কারণ ব্যর্থতা মানেই হতে পারে তার পরিবারের জন্য ভয়াবহ পরিণতি। সেটা হতে পারে মৃত্যুদণ্ডও।
চলচ্চিত্র নির্মাতা হাসান হাদি ভ্যারাইটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেকে বলেছিলেন ছবিটির পুরো খরচ দেবেন। তারা শর্ত দিয়েছিলেন ইরাকের বাইরে শুটিং করতে হবে। আমি রাজি হইনি। আমি চেয়েছি, ইরাককেই তুলে ধরতে। এই সিনেমার মাধ্যমে মানুষ ইরাককে নতুনভাবে দেখবে।’
প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবের সময়ে একই শহরে ১৯৬৮ সাল থেকে আয়োজিত হয় ডিরেক্টরস ফোর্টনাইট। সারা বিশ্ব থেকে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও তথ্যচিত্র প্রদর্শিত হয় ফ্রেঞ্চ ডিরেক্টরস গিল্ড আয়োজিত এই উৎসবে।