মোস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই

স্পোর্টস ডেস্ক:

প্রথম দুই ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স নিলো ২২ রান। তৃতীয় ওভারে এসে লাগাম টেনে ধরলেন মোস্তাফিজুর রহমান। নিজের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে উইকেটরক্ষকের ক্যাচ বানালেন। ওই ওভারে দিলেন মাত্র ৩ রান।

এরপর অবশ্য ছন্দ ধরে রাখতে পারেননি মোস্তাফিজ। তবে খুব একটা খারাপও করেননি। ৪ ওভারে ৩০ রান দিয়ে শিকার ১ উইকেট।

তবে জিততে পারেনি মোস্তাফিজদের দল দিল্লি ক্যাপিটালস।ঘরের মাঠে তাদের ৫৯ রানে হারিয়ে প্লে-অফে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

এদিনের ম্যাচের জয়ের ফলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে এই ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। ১৩ ম্যাচের পরে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই থাকলেন মোস্তাফিজরা।

টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দিল্লি। ৫ উইকেটে ১৮০ রান করে হার্দিক পান্ডিয়ার দল। সূর্যকুমার ৪৩ বলে ৭ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া রায়ান রিকেলটন ১৮ বলে ২৫, উইল জ্যাকস ১৩ বলে ২১ আর শেষদিকে নামান ধির ৮ বলেই ২টি করে চার-ছক্কায় করেন অপরাজিত ২৪।

জবাবে ১৮.২ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায় দিল্লি। লোকেশ রাহুল ৬ বলে ১১, সামির রিজভি ৩৫ বলে ৩৯, ভিপরাজ নিগম ১১ বলে ২০ আর আশুতোষ শর্মা করেন ১৬ বলে ১৮। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। মোস্তাফিজ ১ বলে ০ রানে বুমরাহর বলে বোল্ড হন।

পূর্ববর্তী নিবন্ধ১৭ বছরের ট্রফিখরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম
পরবর্তী নিবন্ধহারের জন্য আবারও শিশিরকে দুষলেন লিটন