নুসরাতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন যশ

বিনোদন ডেস্ক:

যশ দাশগুপ্ত -নুসরাত জাহানের সম্পর্কে আসলেই কি ফাটল ধরেছে? বুধবার (২১ মে) সকাল থেকেই এ তারকাজুটির বিচ্ছেদ গুঞ্জনে টালিউড তোলপাড় ছিল। এ গুঞ্জনের সূচনা ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ খ্যাত যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানের জীবনদর্শনমূলক পোস্ট থেকে। শুধু তাই নয়, এবার তারা আলাদা আলাদাভাবে ঘুরতেও গেছেন।

অন্যদিকে যশ-নুসরাত যখন যে যার মতো করে ছুটি উপভোগ করছেন তখন নেটিজেনরা আবিষ্কার করেন, তারা নাকি ইনস্টাগ্রামে একে-অপরকে আর অনুসরণ করছেন না। এবার সব বিষয় বিবেচনায় রেখে একাংশের ধারণা, তারকাজুটির সম্পর্ক সম্পর্ক আর আগের মতো নেই!

জল্পনা-কল্পনা বাড়তেই সংবাদমাধ্যমের কাছে যশ দাশগুপ্ত মুখ খুললেন। অভিনেতা পরিষ্কার জানালেন, সকাল থেকেই ভুয়া সংবাদ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এর পুরোটাই গুজব ও ভিত্তিহীন।

এ প্রসঙ্গে যশের দাবি, নুসরাত জাহানের সঙ্গে তার কোনো সমস্যাই হয়নি। ইনস্টাগ্রামে’ আনফলো’ করার বিষয়টি নিয়ে বুধবার রাতে গণমাধ্যমের কাছে যশ জানালেন, প্রযুক্তিগত সমস্যার কারণেই তার প্রোফাইল থেকে নুসরাতকে ফলো করা যাচ্ছে না। আর তার মাঝে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠতেই অভিনেতার রসিক উত্তর, ‘কেন নুসরতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না, সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে।’ অভিনেতা জানালেন, এরই মধ্যে তার সোশাল মিডিয়া টিম বিষয়টি দেখছে।

নুসরাত জাহান বর্তমানে ছেলে জিশানকে নিয়ে পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে গিয়েছেন। কুয়াশামাখা শৈলশহর থেকে তার ট্যুরের একাধিক ঝলকও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে। কখনো পাহাড়ি রাস্তার আঁকেবাঁকে মন হারিয়েছেন। আবার কখনো পথের কুকুরকে আদর করতে দেখা গেছে তাকে। এসব বিচ্ছেদের জল্পনা-কল্পনা কিংবা ট্রোল-মিমকে কোনোদিনই পাত্তা দেননি নুসরাত।

এদিকে বড় ছেলে (প্রথম পক্ষের) রায়াংশকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন যশ। সেখান থেকেই গণমাধ্যমের কাছে পুরো বিষয়টি জানালেন তিনি। যশের ভাষ্য, ‘আমরা আলাদা ঘুরতে এসেছি।’ সমালোচকরা যতই বিচ্ছেদ গুঞ্জন ছড়িয়ে দিক না কেন, সম্পর্কেরা যে যার জায়গায় নিশ্চিন্তে রয়েছে, সেটা অভিনেতার বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকানের লাল গালিচায় জাহ্নবী কাপুর
পরবর্তী নিবন্ধকঠিন সময়ের গল্প, অন্য এক ‘কঠিন সময়ে’