ভিনিসিয়ুসের ‘মনগড়া’ ডকুমেন্টারি, আইনি পদক্ষেপের হুমকি

স্পোর্টস ডেস্ক:

ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে প্রকাশিত নেটফ্লিক্স ডকুমেন্টারিতে উপস্থাপিত বর্ণবৈষম্যমূলক ঘটনাগুলোর সঙ্গে ‘বাস্তবতার সঙ্গে মিল নেই বা মনগড়া’ বলে দাবি করে তাৎক্ষণিক সংশোধন চেয়েছে ভ্যালেন্সিয়া। দ্রুত সময়ে সংশোধন করা হলে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।

সম্প্রতি নেটফ্লিক্সে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসকে একটি ডকুমেন্টারি মুক্তি পায়। যার নির্মাতা ব্রাজিলিয়ান প্রোডাকশন হাউজ ‘কনস্পিরাসাও’। এতে ভিনিসিয়ুসের জীবনের গল্প ও ফুটবল ক্যারিয়ার, বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরা হয়েছে।

একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে ২০২৩ সালের ২১ মে-র ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। ওইদিন রিয়ালের ১-০ ব্যবধানে হারার ম্যাচে মেস্তাল্লা স্টেডিয়ামে কিছু ভ্যালেন্সিয়া সমর্থকের বর্ণবাদী আচরণের প্রতিবাদ করেন ভিনিসিয়ুস। সেই ঘটনার কারণে ম্যাচটি সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়।

এক বছর পর ওই ঘটনার জেরে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে কারাদণ্ড এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। যা স্পেনের ইতিহাসে প্রথম ঘটনা।

ভ্যালেন্সিয়া ক্লাবের দাবি, ডকুমেন্টারিতে স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ ‘ব্যাপক’ ছিল এমন ধারণা দেওয়া হয়েছে। যা বাস্তবতার সঙ্গে মিলছে না।

ডকুমেন্টারিতে একটি মোবাইল ফোনে ধারণকৃত ফুটেজে দেখা যায় যে, ভক্তরা ‘মোমো’ (স্প্যানিশ ভাষায় বানর) বলে চিৎকার করছেন ভিনিসিয়ুসকে লক্ষ্য করছে।

কিন্তু ক্লাব ও সমর্থকদের দাবি, দর্শকদের বেশিরভাগই আসলে ‘টোন্টো’ (স্প্যানিশে ‘মূর্খ’) বলে চেঁচাচ্ছিলেন।

সোমবার ক্লাব এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘ভ্যালেন্সিয়া সিএফ সমর্থকদের বিরুদ্ধে যে অন্যায় ও মিথ্যা উপস্থাপন করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে আমরা ডকুমেন্টারির প্রোডাকশন কোম্পানির কাছে তাৎক্ষণিক সংশোধন চেয়েছি। ঘটনাগুলো বাস্তবতার সঙ্গে মিলছে না। সত্য এবং আমাদের ভক্তদের প্রতি সম্মান বজায় রাখা জরুরি। ভ্যালেন্সিয়া সিএফ আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।’

ভ্যালেন্সিয়া এর আগেও আইনি পদক্ষেপের হুমকি দিয়েছিল ভিনিসিয়ুসের সতীর্থ রদ্রিগোর বিরুদ্ধেও। কারণ ২০২৩ সালে এই ব্রাজিলিয়ান বলেছিলেন, ‘পুরো স্টেডিয়াম ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালাগাল করছিল।’

মেস্তাল্লায় ঘটে যাওয়া ঘটনাটি বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেয় এবং ভিনিসিয়ুসের প্রতি সমর্থনের ঢেউ তোলে। একই সঙ্গে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়।

ভিনিসিয়ুস ২০২৪ সালে ফিফার ‘দ্য বেস্ট মেনস প্লেয়ার’ নির্বাচিত হন এবং ২০২৪ সালের ব্যালন ডি’অর এ দ্বিতীয় স্থান অর্জন করেন। যদিও নিজেকে প্রথম স্থানের যোগ্য দাবি ওই অনুষ্ঠান বয়কট করেন এই রিয়াল তারকা।

পূর্ববর্তী নিবন্ধসৌদি ছেড়ে ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন রোনালদো!
পরবর্তী নিবন্ধএক ম্যাচ নিষিদ্ধ লখনৌর স্পিনার