বনানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থানাধীন নৌবাহিনী সদরদপ্তরের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ি ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৩২) নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপ-পরিদর্শক(এসআই) মো. সোহেল জানান, ভোরের দিকে খবর পেয়ে বনানীর এয়ারপোর্ট রোডের রাস্তা থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই নারীকে উদ্ধার করি।
পরে তাকে ঢামেক হাসপাতালে নিলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি দ্রুততম কোনো গাড়ির ধাক্কায় এই ঘটনাটি ঘটেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড় : রইছ উদ্দিন
পরবর্তী নিবন্ধউড্ডয়নকালে খুলে গেল বিমানের চাকা, ঢাকায় নিরাপদে অবতরন