আন্তহর্জাতিক ডেস্ক
ভারতের হামলায় গত ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তানের ৩৫-৪০ জন সেনা নিহত হয়েছে। শনিবার (১১ মে) এমন তথ্য জানিয়েছেন দেশটির মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল রাজিভ ঘাই।
গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এরপর ১০ মে রাতে আবারও হামলা চালায় তারা। ভারতীয়দের হামলার পরপরই পাকিস্তান পাল্টা হামলা শুরু করে। এমন হামলা পাল্টা হামলার মধ্যে ওইদিন বিকেলেই হঠাৎ করে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।
ভারতীয় সেনাবাহিনীর এ কর্মকর্তা জানিয়েছেন, ৭ আগস্ট তারা যেসব মিসাইল হামলা চালিয়েছেন সেখানে তাদের লক্ষ্য ছিল ‘শুধুই সন্ত্রাসীদের অবকাঠামো’। ওইদিন তারা পাকিস্তানি বেসামরিক বা সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালাননি। তিনি বলেন, “৭ মে আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসী এবং তাদের অবকাঠামো। অন্য কোনো কিছু নয়। বিশেষ করে বেসামরিক পাকিস্তানি ও পাকিস্তানের সেনাদের কোনো অবকাঠামোতে হামলা চালাইনি। কিন্তু ৭ মে সন্ধায় পাকিস্তান আমাদের ওপর ড্রোন হামলা চালায়। যা আমাদের বেসামরিক এবং সামরিক স্থান লক্ষ্য করে পাঠানো হয়। তবে এসব ড্রোন সফলভাবে আটকে দেওয়া হয়েছিল। মোট তিনটি ড্রোন আঘাত হানতে পেরেছিল। কিন্তু এগুলোর ক্ষয়ক্ষতি ছিল স্বল্প।”
তিনি আরও বলেন, “এখানে বড় পার্থক্য হলো আমরা সন্ত্রাসীদের লক্ষ্য করেছি। অপরদিকে পাকিস্তানের জবাবের লক্ষ্য ছিল আমাদের বেসামরিক ও সামরিক অবকাঠামো। যেটির কারণে আমাদের জবাব দেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল। আমরা পাল্টা হামলায় লাহোরের রাডার স্থাপনা এবং গুজরানওয়ালার কাছে হামলা চালাই। আমরা আবারও বলতে চাই, উত্তেজনা বাড়ানো আমাদের লক্ষ্য নয়। আমাদের দ্বন্দ্ব হলো সন্ত্রাসীদের সঙ্গে। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে নয়।”
সূত্র: এনডিটিভি