নিষেধাজ্ঞা থেকে ফিরেই জয় পেলেন ইয়ানিক সিনার

স্পোর্টস ডেস্ক:

মাঠের বাইরে ১০০ দিনেরও বেশি সময়। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে ইয়ানিক সিনারের। ডোপিং কাণ্ডে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেছেন তিনি। বিশ্বসেরা টেনিস তারকার প্রত্যাবর্তনও হয়েছে দারুণভাবে। জয় দিয়েই ফের খেলা শুরু করেছেন তিনি।

গতকাল শনিবার ইতালিয়ান ওপেনে উল্লসিত স্বাগতিক দর্শকদের সামনে ৯৯তম র‌্যাঙ্কধারী মারিয়ানো নাভোনেকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সিনার। এতে তিনি প্রমাণ করে দিলেন—এখনও টেনিস ম্যাচ জিততে জানেন।

গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা অর্জনের পর এটি ছিল সিনারের প্রথম ম্যাচ। তিনি বলেন, ‘অসাধারণ অনুভূতি। আমি এই মুহূর্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। প্রতিযোগিতামূলক মনোভাব ফিরে পেতে মাত্র তিনটি গেম লেগেছিল।’

শনিবার সিনারের খেলায় খুব একটা জড়তা দেখা যায়নি। খুব দ্রুতই আগের মতো লাইনের কাছাকাছি তার গ্রাউন্ডস্ট্রোকগুলো মারতে শুরু করেন।

তবে সিনার স্বীকার করেছেন, নিষেধাজ্ঞা শেষে আগের ফর্মে ফিরে আসতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ ছিল। বলেন, ‘সন্দেহ থাকা স্বাভাবিক। কোনো সন্দেহ না থাকলে সেটা অদ্ভুত হতো, এমনকি আত্মগর্বিতও শোনাতো, তাই না?’

‘আজ (গতকাল) কোর্টে নামার আগেও আমার সন্দেহ ছিল। পরের ম্যাচে কী হবে, সে নিয়েও সন্দেহ আছে। তবে এসব সন্দেহ নিয়েই আমাদের বাঁচতে হয়। কারণ এর মানে হলো আপনি সত্যিই বিষয়টিকে গুরুত্ব দেন, উন্নতি করতে চান, নিজেকে প্রমাণ করতে চান, কিছু অসাধারণ করতে চান’-যোগ করেন সিনার।

১০,৫০০ দর্শকের অনেকেই খেলা দেখতে এসেছেন কমলা রঙের পোশাকে, যা সিনারের থিম রঙ। দর্শকদের হাতে দেখা গেছে অনেক পোস্টার, যার একটিতে লেখা ছিল: ‘বেনতোর্নাতো ইয়ানিক’ (ইতালীয় ভাষায় ‘স্বাগতম ইয়ানিক’)।

গেল অক্টোবর থেকে এ নিয়ে টানা ২২ ম্যাচে জয় পেলেন সিনার।

গেল ফেব্রুয়ারিতে বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির তিন মাসের নিষেধাজ্ঞা মেনে নেন সিনার। যা নিয়ে কিছুটা বিতর্কও ছিল। কারণ এই নিষেধাজ্ঞা তাকে কোনো গ্র্যান্ড স্ল্যাম মিস না করে ঘরের মাঠে ফিরতে সুযোগ করে দেয়।

অনেক পেশাদার খেলোয়াড় মনে করেন, সিনারের সঙ্গে খুবই কোমল আচরণ করা হয়েছে। তাকে ছাড় দেওয়া হয়েছে।

তবে রোমের ফোরো ইতালিকোর নাইট সেশনে সিনারকে ঘিরে দর্শকদের ভালোবাসা ছিল অবিচল। নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি ইতালির সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ হিসেবে থেকে গেছেন।

পরবর্তী রাউন্ডে সিনার মুখোমুখি হবেন ৯৩তম র‍্যাঙ্কের ডাচ কোয়ালিফায়ার জেসপার ডে ইয়ংয়ের, যিনি ২৫তম বাছাইয়ে আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনাকে ৬-০, ৬-২ গেমে হারিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধতিন ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করলো পাকিস্তান
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ নিহত ৫