ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বুধবার (৭ মে) ভোরে ‘অপারেশন সিঁদুর’ নামে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে, তার জের ধরে অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে এই ঘটনার কোনো ছবি বা ভিডিও যেমন এখনো সামনে আসেনি, তেমনি ভারতের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করা হয়নি– ফলে এই বক্তব্য নিয়ে বেশ অস্পষ্টতা তৈরি হয়েছে।

ভূপাতিত হয়ে থাকলেও ঠিক কতগুলো যুদ্ধবিমান সেই পরিণতির মুখে পড়েছে এবং কোথায় তা ঘটেছে– তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এর মধ্যে ভারতের প্রথম সারির সংবাদপত্র ‘দ্য হিন্দু’ এদিন সকালে জম্মু ও কাশ্মীরে তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার কথা রিপোর্ট করলেও পরে সেই রিপোর্টটি তাদের পেজ থেকে তুলে নিয়েছে। মুছে দেওয়া হয়েছে এই সংক্রান্ত সোশ্যাল মিডিয়া পোস্টও। ফলে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি ঘিরে জল্পনা আরও বেড়েছে।

তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বা সুপরিচিত সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস একাধিক ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর প্রকাশ করেছে এবং তা থেকে এখনো সরে আসেনি।

রয়টার্স ভারতশাসিত কাশ্মীরে তিনটি এবং দ্য নিউইয়র্ক টাইমস ভারত ও ভারতশাসিত কাশ্মীর মিলিয়ে অন্তত দুটি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা জানিয়েছে।

এদিকে ভারতের সামরিক বাহিনীর সূত্রকে উদ্ধৃত করে বুধবার দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অপারেশন সিঁদুরে অংশ নেওয়া ভারতের সব পাইলট নিরাপদ আছেন।

পাইলটরা নিরাপদ থাকলেও বিমানগুলো নিরাপদ আছে কি না, ভারত সে ব্যাপারে কিছু বলছে না কেন অনেকে সে প্রশ্নও তুলছেন।

পাকিস্তান কী বলেছে?
ভারতের পাঁচটি জেট ফাইটার ভূপাতিত করার কথা আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে প্রথম বলেন সে দেশের উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী ইশাক দার।

তবে তিনি তখন এর বেশি কিছু বিস্তারিত জানাননি। যদিও পরে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের (আইএসপিআর) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেন, এই পাঁচটি ভূপাতিত যুদ্ধবিমানের মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল, একটি সুখোই ও একটি মিগ-২৯ রয়েছে।

দেশটির পার্লামেন্টে জানান, তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের ভাতিন্ডায় ভূপাতিত হয়েছে।

পার্লামেন্টে শাহবাজ শরিফ আরও দাবি করেন, ভারত গত রাতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আক্রমণ চালিয়েছিল, যেখানে তাদের ৮০টি বিমান অংশ নেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিধ্বস্ত ভারতীয় বিমানের মধ্যে তিনটি রাফাল যুদ্ধবিমানও ছিল। ভারত তার রাফাল বিমানের জন্য ‘খুবই গর্বিত’ বলেও তিনি উল্লেখ করেন।

শাহবাজ বলেন, পাকিস্তান ভারতের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। পাকিস্তানি সামরিক বাহিনী প্রস্তুত ছিল যে ভারতের বিমান কখন উড়বে এবং কখন তারা সেগুলো তুলে সমুদ্রে ফেলে দেবে!

পূর্ববর্তী নিবন্ধসচেতনতামূলক লিফলেট বিতরণ করলো ট্রাফিক তেজগাঁও বিভাগ
পরবর্তী নিবন্ধদুই দেশকেই ভালোভাবে চিনি, এই সংঘাত বন্ধ হোক : ট্রাম্প