পঞ্চম ম্যাচে হেরে গেলো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কায় চলমান অনূর্ধ্ব-১৯ দলের ৬ ম্যাচের সিরিজে আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অর্থ্যাৎ, অন্তত সিরিজ হারবে না। তবে একটি ম্যাচ জিততে পারলে সিরিজের ট্রফিটা নিয়েই দেশে ফিরতে পারতো আজিজুল হাকিম তামিমরা।

কিন্তু সে কাজটা কঠিন হয়ে গেলো আজ (রোববার) কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ২৭ রানের হারে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে শ্রীলঙ্কান ব্যাটাররা সংগ্রহ করেছিলো ১৯৬ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হলো ১৬৯ রানে। ফলে ২৭ রানে হার জুনিয়র টাইগারদের।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ওপেনার ভিরান চামুদিথা ১৪ এবং সুহাস ফার্নান্দো ২৮ রানে উইকেট হারান।

ওয়ানডাউনে নামা চামিকা হিনাতিগালা ৭ রান করেন। কিথাম ভিদানাপাতিরানা করেন ২৮ রান। ২য় সর্বোচ্চ ৪২ রান করেন বিমাথ দিনসারা। ৫৯ বলে ৫১ রান করেন আধাম হিলমি। শেষ পর্যন্ত ৪২.৩ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা।

জবাব দিতে নেমে বাংলাদেশও শুরু থেকে খেই হারাতে থাকে। ১৭ রানে হারায় ৩ উইকেট। মিডল অর্ডারে এমডি আবদুল্লাহ ৩২, সাইমুন বাসির ৩৭ ও ফরিদ হাসান শেষ পর্যন্ত ৪৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয় যুবারা।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সবচেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধদেড় বছরের মেয়েকে স্কুলে নিয়ে গেলেন শুভশ্রী