বৃষ্টিতে ভাসল ম্যাচ, বিদায় নিশ্চিত হায়দরাবাদের

স্পোর্টস ডেস্ক:

বিদায়টা নিশ্চিতই ছিল সানরাইজার্স হায়দরাবাদের। তবুও সুক্ষ একটা সম্ভাবনা ছিল। শেষ চার ম্যাচ যদি জিততে পারে, তাহলে সম্ভাবনা টিকে থাকবে হয়তো; কিন্তু আপাতত সে সম্ভাবনাও শেষ। ঘরের মাঠে খেলা ছিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

কিন্তু হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে শুরুর কিছুক্ষণ পর বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো দিল্লি এবং হায়দরাবাদকে। এতে করে সম্ভাবনা যেটুকু ছিল, সেটুকুও শেষ হয়ে গেছে হায়দরাবাদের। অথচ, ম্যাচটি জয়ের দারুণ সম্ভাবনা ছিল তাদের।

১১ ম্যাচ শেষে তাদের ঝুলিতে এখন ৭ পয়েন্ট। বাকি তিন ম্যাচ জিতলেও হবে ১৩ পয়েন্ট। কিন্তু এরই মধ্যে ১৩ পয়েন্টের বেশি করে তথা ১৪ প্লাস পয়েন্ট নিয়ে টেবিলে আছে চারটি দল। অর্থ্যাৎ, সেরা চারে ওঠা আর সম্ভব নয় হায়দরাবাদের।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস জিতেছিলো হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি দিল্লিকে। ব্যাট করতে নেমে হায়দরাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে দিল্লি। পুরো ২০ ওভার খেলার সুযোগ পেয়েছে অক্ষর প্যাটেলের দল। তাতে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে মাত্র ১৩৩ রান।

শুরু থেকেই বিপর্যয়ে পড়ে দিল্লি। করুন নায়ার শূন্য, ফ্যাফ ডু প্লেসি ৩, অভিষেক পোড়েল ৮, লোকেশ রাহুল ১০ এবং অক্ষর প্যাটলে ৬ রান করে আউট হন। ভিপরাজ নিগম আউট হন ১৮ রান করে।

ত্রিস্টান স্টাবস ৩৬ বলে ৪১ এবং আশুতোষ শর্মা ২৬ বলে করেন ৪১ রান। হায়দরাবাদের প্যাট কামিন্স নেন ১৯ রানে ৩ উইকেট।

দিল্লি পুরো ইনিংস খেলতে পারলেও হায়দরাবাদ ব্যাটই করতে নামতে পারেনি। বৃষ্টিতে ভেসে যায় মাঠ। পরে আর খেলাই মাঠে গড়ানো সম্ভব হয়নি। ম্যাচ বাতিল ঘোষণা করে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেন রেফারি পঙ্কজ ধারমানি।

পূর্ববর্তী নিবন্ধমস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর
পরবর্তী নিবন্ধঅবশেষে আনচেলত্তিকে ছেড়ে দিচ্ছে রিয়াল, ব্রাজিলের কোচ হতে বাধা নেই