এটা মজার বিষয় সবাই একসাথে খেলতে পারবো : কেয়া পায়েল

বিনোদন ডেস্ক:

আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। বর্তমানে তারকারা ব্যস্ত সময় পার করছেন। এর মাঝে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

কেয়া পায়েল বলেন, ‘আমরা সবাই চেষ্টা করছি যেহেতু আমরা খেলাধুলার মানুষ না, সব বড় যেটা আমার কাছে মনে হয়েছে যে একসাথে আমরা অনেকগুলো মানুষ আছি এক অঙ্গনের তো এটা মজার বিষয় যে আমরা সবাই একসাথে খেলতে পারবো।’

তার কথায়, ‘এটা আমার কাছে মনে হয়েছে একটা পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে সবাই একসাথে মাঠে খেলবো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসব আয়োজন তাই খুব এক্সাইটেড মনে হচ্ছে।’

কেয়ার ভাষ্যে, ‘ছোটবেলা থেকেই বাসায় ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে তো ওই জায়গা থেকে আমার ক্রিকেট খেলাটা দেখা হয় কিন্তু যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটবেলা থেকে যখনই কোন দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে অধিকাংশ সময় আমি প্রথম হতাম।’

খেলার বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে। এখানে হার জিতেন থেকে বড় কথা হচ্ছে যে একসাথে খেলতে পারছি এটাই আনন্দের। আমার কাছে এটা মনে হয়।’

প্রসঙ্গত, আকর্ষণীয় এই টুর্নামেন্টের চারটি দল হলো- গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, এবং স্পারটান্স অংশ নিচ্ছে। প্রতিটি দলেই অংশ নিচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। টুর্নামেন্টটি সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

পূর্ববর্তী নিবন্ধপেহেলগামের ঘটনায় ‘কড়া পদক্ষেপ’ নিতে বললেন জাভেদ
পরবর্তী নিবন্ধKarmasangsthan Bank holds business development meeting-2025 in Patuakhali.