ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে ভূমি বিক্রয়ের নামে প্রবাসী সাবিদ মিয়া প্রতারণা করার অভিযোগে ভোক্তভোগী রুহুল আমিন নামের এক ব্যাক্তি আদালতে মামলা দায়ের করেন। বুধবার ছাতক আমলগ্রহনকারী আদালত আসামী সাবিদ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। সে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের মৃত আজাদ মিয়ার পুত্র।
জানা যায়, প্রবাসী সাবিদ মিয়া ২০২২ সালের ৫ জানুয়ারি বুধবার একই গ্রামের মৃত আব্দুল কদ্দুসের পুত্র রুহুল আমিনের নিকট ঝামক মৌজার বি এস খতিয়ান নং ০৭ বি.এস দাগ নং ৪৪০ ও ৪৩৯ এর বাড়ীয়ান রকম ০.২৫ একর ভূমি বিক্রয়ের প্রস্তাব দিলে ভূমি ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন।
আলোচনা সাপেক্ষে ২০ লক্ষ টাকা মুল্য সাব্যস্থক্রমে তিনশত টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে বায়না বাবদ ১০ লক্ষ টাকা বুঝিয়া নেন।
প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন হওয়ার পর এক বছরের মধ্যে বায়নাকৃত ভূমি সাব রেজিস্টারী অফিসে দলিলে স্বাক্ষর করে বাকী ১০ লক্ষ টাকা বুঝিয়া নিবেন বলে স্ট্যাম্পে লিখিত দেন প্রবাসী সাবিদ মিয়া।
বিক্রেতার কারনে ভূমি রেজিস্ট্রিতে কোন সমস্যা হলে বায়নাকৃত ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণসহ ফেরত দিতে বাধ্য থাকিবেন বলেও স্ট্যাম্পে উল্লেখ করা হয়। ক্রেতা নির্ধারিত সময় শেষে বায়নাকৃত ভূমি রেজিস্ট্রি দলিল করে দিতে বললে সাবিদ মিয়া বিভিন্ন তালবাহানা করে কালক্ষেপন করতে থাকেন।
ভূমি রেজিস্ট্রির জন্য বার বার চাপ দিলে সাবিদ মিয়া বাদীর নিকট হইতে বায়না বাবত ১০ লক্ষ টাকা ও চুক্তিপত্রের কথা অস্বীকার করেন এবং মামলা হামলাসহ প্রাণনাশের ভয় দেখান প্রবাসী সাবিদ। ভূমি ক্রেতা রুহুল আমিন ন্যায় বিচারের আশায় ১২ই মার্চ তারিখে ছাতক আমলগ্রহনকারী আদালত সুনামগঞ্জে মামলা নং সিআর ১২৬ দায়ের করেন। মামলার তদন্ত শেষে গত ২৩ এপ্রিল আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
ভুক্তভোগী রুহুল আমিন বলেন, বাড়িয়ান ভূমি ২০ লক্ষ টাকায় বিক্রয়ের জন্য সাবিদ আলী আমার সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করে এবং ১০লাখ টাকা বায়না নেন চুক্তিপত্রের মাধ্যমে। পরবর্তীতে ভূমি বিক্রয়ের বিষয়টি অস্বীকার করেন। প্রতারণার আশ্রয় নিয়ে মামলা দায়েরের পর পালটা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে।