বিনোদন ডেস্ক:
দক্ষিণ ভারতের বিখ্যাত পরিচালক এস. এস. রাজামৌলি। ‘বাহুবলী’ ও ‘থ্রি আর’ সিনেমা দিয়ে নিজেকে গ্লোবাল সিনেমার মেকার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘মহাভারত’। বিশাল বাজেটে সিনেমাটি নির্মাণ হবে। এতে অংশ নেবেন একঝাঁক তারকা।
সম্প্রতি রাজামৌলি জানিয়েছেন, তার বহু প্রতীক্ষিত এবং উচ্চাকাঙ্ক্ষী ‘মহাভারত’ চলচ্চিত্রে এখন পর্যন্ত শুধুমাত্র একজন অভিনেতাকেই চূড়ান্ত করা হয়েছে। সেই অভিনেতা হলেন নানি।
তিনি এই ঘোষণা দেন নানির নতুন থ্রিলার ছবি ‘হিট : দ্য থার্ড কেস’ ছবির প্রি-রিলিজ ইভেন্টে উপস্থিত হয়ে। বর্তমানে SSMB29 নামক আরেকটি ছবির শুটিংয়ে ব্যস্ত রাজামৌলি। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নানির প্রতি সমর্থন জানিয়ে দর্শকদের চমকে দেন।
যখন উপস্থিত সাংবাদিকরা তাকে মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত অন্য একটি প্রকল্প নিয়ে জিজ্ঞাসা করেন, তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে ‘মহাভারত’ প্রকল্পের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি সোজাসাপ্টা বলেন, ‘শুধু নানির কাস্টিংই নিশ্চিত।’
দক্ষিণ ভারতের বিখ্যাত পরিচালক এস. এস. রাজামৌলি। ‘বাহুবলী’ ও ‘থ্রি আর’ সিনেমা দিয়ে নিজেকে
এই ঘোষণায় দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও করতালি দেখা যায়।
অনুষ্ঠানে নানি জানান, ‘আমি রাজামৌলিকে আমন্ত্রণ জানিয়ে একটা মেসেজ পাঠাই। যদিও জানতাম উনি শুটিংয়ে ব্যস্ত। তারপরও মনে হলো বলা উচিত। তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। আমি সত্যিই কৃতজ্ঞ।’
তিনি আরও আবেগী হয়ে বলেন, ‘রাজামৌলির চেয়ে আমি ওনার স্ত্রী রামা রাজামৌলিকে বেশি ভালোবাসি। আমি তার কাছ থেকে সবসময় আমাকে এক বোনের মতো ভালোবাসা পেয়েছি।’
‘হিট ৩’ সিনেমাটি ‘হিট’ ইউনিভার্সের তৃতীয় কিস্তি। পরিচালনা করেছেন সৈলেশ কোলানু। ছবিতে নানি এবং শ্রীনিধি শেঠির পাশাপাশি রয়েছেন আদিল পালা, রাও রমেশ, ব্রহ্মাজি এবং মাগান্তি শ্রীনাথ। এটি প্রযোজনা করেছেন প্রাশান্তি টিপিরনেনি এবং নানি নিজেই।