স্পোর্টস ডেস্ক
ইউরোপীয় প্রতিযোগিতায় কখনোই আর্সেনালকে হারাতে পারেনি প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। সেই ফরাসিরাই প্রথমবার মিকেল আর্তেতার দলটিকে হারালো তাদেরই মাঠে। উসমান দেম্বেলের একমাত্র গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগ থেকে জয় নিয়ে ফিরছে পিএসজি। ১-০ গোলের জয়ে লুইস এনরিকের দল ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) পিএসজিকে আতিথ্য দিয়েছে আর্সেনাল। ফুটবলবিষয়ক ইতিহাসবিদ ম্যাট বার্টজের মতে, ১৯৯৫ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে এটি দু’দল মিলিয়ে সবচেয়ে তরুণ-নির্ভর সেমিফাইনাল। এ ছাড়া এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৫৮৩৮ দিন পর স্বাগতিকরা প্রথম সেমিফাইনাল খেলতে নামলো। যেখানে মাত্র চতুর্থ মিনিটেই গোল দিয়ে স্বাগতিক শিবিরকে ভড়কে দেন উসমান দেম্বেলে। যদিও দারুণ এক দলীয় আক্রমণে আসে এই গোল।
জর্জিয়ান উইঙ্গার কাভারৎস্খেলিয়ার বক্সে বাড়ানো পাস এক স্পর্শের শটে জালে জড়ান এই ফরাসি তারকা। তার বাঁ পায়ের শট প্রতিপক্ষের কয়েকজনের মাঝখান দিয়ে কোণাকুণি জালে জড়িয়ে যায়। ৩১ মিনিটে দেম্বেলের ভালো একটি শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। প্রথমার্ধে বলতে গেলে একপেশে দাপট দেখিয়েছে সফরকারী পিএসজি। বিপরীতে স্বাগতিক আর্সেনালের পায়ে বল দখল থেকে শুরু করে কয়েকটি আক্রমণ দেখা যায় শেষ ১০-১৫ মিনিটে।
এর বাইরে পারফরম্যান্সে মিকেল আর্তেতার দল পিএসজির ধারেকাছেও ছিল না। তাদের সবচেয়ে বড় সুযোগটা আসে ৩৭ মিনিটে। তাদের আক্রমণ ঠেকাতে দোন্নারুমা একপাশে এগিয়ে পড়ে গেলেও ফাঁকা বারে গোল দিতে ব্যর্থ মিকেল মেরিনো । বিরতির আগমুহূর্তে যোগ করা সময়ে সেই আক্ষেপ ঘোচানোর দ্বিতীয় সুযোগ পায় গানাররা। তবে তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শট ঠেকিয়ে দেন জিয়ানলুইজি দোন্নারুমা। ফলে পিএসজির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরেছিল আর্সেনাল। ৪৭তম মিনিটে ডেকলান রাইসের বাঁকানো ফ্রি-কিকে হেড দিয়ে পিএসজির জালে বল জড়ান মিকেল মেরিনো। কিন্তু ভিএআর দেখে সেটিকে অফসাইড ঘোষণা করেন রেফারি। এই স্প্যানিশ মিডফিল্ডার নিজেই অফসাইড সীমানায় ছিলেন। মুহূর্তেই স্বাগতিক দল ও দর্শকদের উদযাপন রূপ নেয় হতাশায়।
৫৫তম মিনিটে দারুণ আরেকটি সুযোগ এসেছিল আর্সেনালের সামনে। বাঁ প্রান্ত ধরে দৌড়ে বক্সে ঢুকে লিয়েন্দ্রো ট্রোসার্ড জোরালো শট নেন, কিন্তু হাতের স্পর্শে সেটিকে বাইরে পাঠান দোন্নারুমা। প্রায় ৬৫ মিনিট পর্যন্ত এভাবে আক্রমণ শাণিয়ে পিএসজিকে তটস্থ করে রাখে লাল-সাদা জার্সিধারীরা। এরপর উভয় দল আক্রমণ পাল্টা-আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ৮০ মিনিটের পর টানা দুটি আক্রমণ ব্যর্থ হয়ে যায় ফরাসি ক্লাবটির। প্রথমে ব্র্যাডলি বারকোলা গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন। অপরটিতে গঞ্জালো রামোসের শট বারে লাগে।
এ নিয়ে চলতি মৌসুমের ইউসিএলে চার ইংলিশ ক্লাবের সবকটিকেই হারাল পিএসজি। আর্সেনালের আগে তাদের কাছে হারের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। ভিলাকে হারিয়ে এ নিয়ে গত ৬ ইউসিএলের মধ্যে চতুর্থবার সেমিতে উঠে মার্কিনিয়োস-ফ্যাবিয়ান রুইজরা। বিপরীতে ওডেগার্ড-সাকাদের আর্সেনাল ২০০৯ সালের পর সেমিতে খেলতে নেমে প্রথম লেগে হোঁচট খেলো। দ্বিতীয় লেগে তারা আগামী সপ্তাহে নামবে পিএসজির মাঠে।